Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

মৌখিক ব্যবস্থাপনা

Подписчиков: 0, рейтинг: 0
মৌখিক ব্যবস্থাপনা
Oral administration.jpg
ট্যাবলেটের জন্য মৌখিক ব্যবস্থাপনা
অন্য নাম Per os (PO)
একটি ডামিকে মৌখিক ঔষুধ কীভাবে দেওয়া যায়; মেডিক্যাল পেশায় বর্ণনা করা হচ্ছে।
তরল গ্রহণের সময় মৌখিক ব্যবস্থাপনা

মৌখিক ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনারই একটি পথ; যেখানে পদার্থ মুখ দিয়ে গ্রহণ করা হয়। মুখের মাধ্যমে যে ঔষুধ গ্রহণ করা হয় তাকে সংক্ষেপিতভাবে Per os (P.O.) নামেও ডাকা হয়। অনেক ঔষুধ মুখ দিয়ে গ্রহণ করা হয়; যাতে করে ঔষুধের একটা সুশৃঙ্ক্ষল পদ্ধতিগত প্রভাব পরে এবং উদাহরণস্বরুপ রক্ত প্রবাহের মাধ্যমে তা শরীরের বিভিন্ন স্থানে পৌঁছায়।

পরিভাষা

"Per os" (/ˌpɜːrˈs/; P.O.) হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আগত একটি adverbial phrase; যার অর্থ "উন্মুক্ত হওয়া" অথবা "উন্মুক্ত হওয়ার পথ"। এই অভিব্যক্তি ঔষুধ মুখের মাধ্যমে গ্রহণ করার সময় ব্যবহৃত হয়। এই সংক্ষেপিত শব্দ P.O মেডিক্যাল প্রেসক্রিপশনে ব্যবহৃত হয়।

পর্যবেক্ষণ

মৌখিক ব্যবস্থাপনা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার অংশ; যেখানে দেখা যায়

শরীরের ভিতর যে ঔষুধ নেওয়া হয় তা বিভিন্ন রকম হতে পারে; যেমনঃ

  • ট্যাবলেট যা পানিযোগে গলাধঃকরণ করা হয়, চিবানো হয় অথবা পানির নিচে রাখা হয়।
  • ক্যাপসুল অথবা চিবানোযুক্ত ক্যাপসুল
  • পাউডার
  • ড্রপ
  • তরল ঔষুধ অথবা সিরাপ।

সহজ পদ্ধতি

ট্যাবলেট এবং ক্যাপসুল গলাধঃকরণ করার সময় আনুষঙ্গিক উপাদান হিসেবে পানি গ্রহণ করা হয়। যাতে সহজে ঔষুধ শরীরে প্রবেশ করতে পারে। যদি ট্যাবলেটের স্বাদ, গন্ধ ভালো না হয়; তাহলে সেক্ষেত্রে পানি সহযোগে ঔষুধ গলাধঃকরণ করাই অধিকতর শ্রেয়। যেসমস্ত ঔষুধ দাঁতের জন্য ক্ষতিকর; সেসব ঔষুধ নলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়।

টেমপ্লেট:Dosage forms


Новое сообщение