Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

সালফার হেক্সাফ্লোরাইড

Подписчиков: 0, рейтинг: 0
টেমপ্লেট:Chembox CriticalTP
সালফার হেক্সাফ্লোরাইড
Skeletal formula of sulfur hexafluoride with assorted dimensions
Spacefill model of sulfur hexafluoride
Ball and stick model of sulfur hexafluoride
নামসমূহ
ইউপ্যাক নাম
Sulfur hexafluoride
পদ্ধতিগত ইউপ্যাক নাম
Hexafluoro-λ6-sulfane
অন্যান্য নাম
Elagas

Esaflon
Sulfur(VI) fluoride

Sulfuric fluoride
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
সিএইচইবিআই
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০১৮.০৫০
ইসি-নম্বর
মেলিন রেফারেন্স 2752
কেইজিজি
এমইএসএইচ Sulfur+hexafluoride
আরটিইসিএস নম্বর
  • WS4900000
ইউএনআইআই
ইউএন নম্বর 1080
  • InChI=1S/F6S/c1-7(2,3,4,5)6 YesY
    চাবি: SFZCNBIFKDRMGX-UHFFFAOYSA-N YesY
বৈশিষ্ট্য
SF6
আণবিক ভর 146.06 g/mol
বর্ণ Colorless gas
গন্ধ odorless
ঘনত্ব 6.17 g/L
গলনাঙ্ক −৬৪ °সে; −৮৩ °ফা; ২০৯ K
স্ফুটনাঙ্ক −৫০.৮ °সে (−৫৯.৪ °ফা; ২২২.৩ K)
0.003% (25 °C)
দ্রাব্যতা slightly soluble in water, very soluble in ethanol, hexane, benzene
বাষ্প চাপ 2.9 MPa (at 21.1 °C)
Thermal conductivity
  • 13.45 mW/(m·K) at 25 °C
  • 11.42 mW/(m·K) at 0 °C
সান্দ্রতা 15.23 μPa·s
গঠন
স্ফটিক গঠন Orthorhombic, oP28
Space group Oh
Coordination
geometry
Orthogonal hexagonal
আণবিক আকৃতি Octahedral
ডায়াপল মুহূর্ত 0 D
তাপ রসায়নবিদ্যা
তাপ ধারকত্ব, C 0.097 kJ/(mol·K) (constant pressure)
স্ট্যন্ডার্ড মোলার
এন্ট্রোফি
এস২৯৮
292 J·mol−1·K−1
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfHo২৯৮ −1209 kJ·mol−1
ঔষধসংক্রান্ত
ATC code
License data
ঝুঁকি প্রবণতা
নিরাপত্তা তথ্য শীট External MSDS
এস-বাক্যাংশ এস৩৮
এনএফপিএ ৭০৪
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH):
TWA 1000 ppm (6000 mg/m3)
TWA 1000 ppm (6000 mg/m3)
N.D.
সম্পর্কিত যৌগ
সম্পর্কিত sulfur fluorides
Disulfur decafluoride

Sulfur tetrafluoride

সম্পর্কিত যৌগ
Selenium hexafluoride

Sulfuryl fluoride
Tellurium hexafluoride
Polonium hexafluoride

সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
YesY যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

সালফার হেক্সাফ্লোরাইড একটি মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস, তড়িৎ অন্তরক এবং স্ফুলিঙ্গ প্রশমক হিসেবে যার উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। এটি একটি অজৈব, বর্ণহীন, গন্ধহীন, অদাহ্য ও অ-বিষাক্ত যৌগ। সালফার হেক্সাফ্লোরাইডের জ্যামিতিক গঠনকাঠামো অষ্টতলকীয় ধরনের; ছয়টি ফ্লোরিন অণু একটি কেন্দ্রীয় সালফার অণুর সাথে সংযুক্ত। এর অণুগুলো উচ্চযোজী প্রকৃতির।

এটি একটি অপোলার গ্যাস, অর্থাৎ পানিতে সালফার হেক্সাফ্লোরাইড কম দ্রবণীয়। তবে অপোলার জৈব দ্রাবকে এটি সহজেই দ্রবণীয়। সমুদ্রতলে সালফার হেক্সাফ্লোরাইডের ঘনত্ব প্রতি লিটারে ৬.১২ গ্রাম। আবার, মুক্ত বায়ুতে এর ঘনত্ব প্রতি লিটারে ১.২২৫ গ্রাম। তরল কম্প্রেসড গ্যাস হিসেবে এটি বাজারজাত করা হয়।

সংশ্লেষণ ও বিক্রিয়া

সালফার ও ফ্লোরিনের বিক্রিয়ার মাধ্যমে সালফার হেক্সাফ্লোরাইড উৎপাদন করা হয়। ১৯০১ সালে অঁরি মোইসো ও পল লেব্যু এ পদ্ধতি ব্যবহার করে যৌগটি প্রস্তুত করেন।

বিকল্প উপায়ে ব্রোমিন ব্যবহার করে সালফার টেট্রাফ্লোরাইড ও কোবাল্ট ট্রাইফ্লোরাইড হতে নিম্ন তাপমাত্রায় (উদাহরণস্বরূপ- ১০০ ডিগ্রি সেলসিয়াস) সালফার হেক্সাফ্লোরাইড সংশ্লেষণ করা যায়:

2 CoF3 + SF4 + [Br2] → SF6 + 2 CoF2 + [Br2]

বিক্রিয়া রসায়নে সালফার হেক্সাফ্লোরাইড নিয়ে সম্যক গবেষণা নেই বললেই চলে। এর জড়তা ধর্ম এজন্য অনেকাংশেই দায়ী। সালফার পরমাণুর আকৃতিগত প্রতিবন্ধকতা (Steric Hindrance) অনেকাংশেই দায়ী। স্ফুটনাঙ্কের নিচে গলিত সোডিয়ামের সাথে সালফার হেক্সাফ্লোরাইড বিক্রিয়া করে না। তবে লিথিয়ামের সঙ্গে এটি তাপোৎপাদী বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

গ্রিনহাউজ গ্যাস

জলবায়ু পরিবর্তনের উপর কাজ করা আন্তঃসরকার গোষ্ঠীর (ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) ভাষ্যমতে, সালফার হেক্সাফ্লোরাইড সবচেয়ে সুপ্ত গ্রিনহাউজ গ্যাস। একশ বছর সময়কাল বিবেচনায়, সালফার হেক্সাফ্লোরাইডের বৈশ্বিক উষ্ণায়ন সুপ্তক্ষমতা কার্বন ডাই অক্সাইড অপেক্ষা ২৩,৯০০ গুণ বেশি। ট্রপোমণ্ডলস্ট্রাটোমণ্ডলে সালফার হেক্সাফ্লোরাইড জড়ধর্মী আচরণ করে। এটি অত্যন্ত দীর্ঘস্থায়ী হয়। বায়ুমণ্ডলে এর গড় আয়ুষ্কাল ৮০০ থেকে ৩২০০ বছর।

প্রতি ট্রিলিয়নে কণার অংশ (পার্টস পার ট্রিলিয়ন বা পিপিটি) বিবেচনায় সালফার হেক্সাফ্লোরাইডের বৈশ্বিক গড় সংমিশ্রণ অনুপাতসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০; প্রতি বছর ০.৩৫ পিপিটি করে সংমিশ্রণ অনুপাতসংখ্যার মান বাড়ছে। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে বিশ্বে গড়ে ৭% হারে সালফার হেক্সাফ্লোরাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ম্যাগনেসিয়াম উৎপাদনে এর ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিসহ অন্যান্য বৈদ্যুতিন কাজে সালফার হেক্সাফ্লোরাইড ব্যবহার করা হয়। তবে পরিবেশে সালফার হেক্সাফ্লোরাইডের নির্গমন হার কার্বন ডাই অক্সাইডের নির্গমন হার অপেক্ষা কম হওয়ায় বৈশ্বিক উষ্ণায়নে এর অবদান ০.২% এরও কম। তবে সালফার হেক্সাফ্লোরাইডসহ বিভিন্ন হ্যালোজেনযুক্ত গ্যাসের পরিমাণ ২০২০ সালের দিকে ১০% এরও অধিক বৃদ্ধি পায়। তাই এগুলোর বিকল্প উদ্ভাবনের চেষ্টা চলছে।

ইউরোপীয় অঞ্চলে সালফার হেক্সাফ্লোরাইডের ব্যবহার এফ-গ্যাস নির্দেশনার অধীনে নিয়ন্ত্রিত হয়। এর ফলে নিত্যপ্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি উৎপাদন ও ব্যবহারকার্যে সালফার টেট্রাক্লোরাইড প্রয়োগ নিষিদ্ধ পরিগণিত হয়। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ইউরোপীয় দেশগুলোতে উচ্চ বিভবের সুইচগিয়ার ছাড়া অন্য সব ক্ষেত্রে ট্রেসার গ্যাস হিসেবে এর ব্যবহার অননুমোদিত। ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ মন্ত্রণালয় সে দেশে অবস্থিত বিজ্ঞানাগারগুলোর (উদাহরণস্বরূপ-নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন প্লাজমা পদার্থবিজ্ঞান বিজ্ঞানাগার) পরিবেশের উন্নয়ন সাধনে এবং কোথাওও কোনো রকম "লিক" হলে সেটি চিহ্নিত করে দূরীভূত করতে তিন বছর ধরে সফলভাবে সালফার হেক্সাফ্লোরাইড ব্যবহার করে। এরূপে ১৬,০০০ কিলোগ্রাম "লিক" অপসৃত হয়।


Новое сообщение