Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

সেন্ট্রোজোম

Подписчиков: 0, рейтинг: 0
সেন্ট্রোজোমের গঠন।

সেন্ট্রোজোম হলো সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওল কে সেন্ট্রোজোম বলে। এটি প্রানি কোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণিকোষে এদের পাওয়া যায়; তবে, নিম্নশ্রেণির উদ্ভিদ কোষেও কদাচিৎ এদের দেখা যায়।

ইতিহাস

ওয়াল্টার ফ্লেমিং ১৮৭৫ সালে এবং অ্যাদুয়ার্দো ভ্যান বেনডেন ১৮৭৬ সালে যৌথভাবে সেন্ট্রোজোম আবিষ্কার করেন এবং পরবর্তীতে থিওডোর বোভারি ১৮৮৮ সালে এর বর্ণনা ও নামকরণ করেন।

বৈশিষ্ট্য

নিউক্লিয়াসের পাশে সেন্ট্রোসোমের অবস্থান (তীর দ্বারা দেখানো হয়েছে)।

প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে।

বহিঃসংযোগ


Новое сообщение