পারকিনসন রোগ |
প্রতিশব্দ |
পারকিনসন রোগ, ইডিওপ্যাথিক অথবা প্রাথমিক পারকিনসন, হাইপোকায়নেটিক রিজিড সিনড্রোম, মারাত্মক পক্ষাঘাত, ঝাঁকুনিসহ পক্ষাঘাত |
|
উইলিয়াম রিচার্ড গোয়ার্সকৃত পারকিনসন রোগের অঙ্কিত চিত্র, যা প্রথম প্রকাশিত হয় আ ম্যানুয়্যাল অফ ডিজিযেস অফ দ্যা নার্ভাস সিস্টেম (১৮৮৬) |
বিশেষত্ব |
স্নায়ুবিজ্ঞান |
লক্ষণ |
ঝাঁকুনিদার, অনমনীয়তা, ধীরগতির নড়াচড়া, হাঁটা অসুবিধা
|
জটিলতা |
ডিমেনশিয়া, বিষণ্নতা, দুশ্চিন্তা |
রোগের সূত্রপাত |
৬০ উর্ধো |
কারণ |
অজানা |
ঝুঁকির কারণ |
কীটনাশক প্রকট করা, মাথায় আঘাত
|
রোগনির্ণয়ের পদ্ধতি |
উপসর্গ উপর ভিত্তি করে |
পার্থক্যমূলক রোগনির্ণয় |
ডিমেনশিয়া উইথ লিউ বডিস, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, ইসেনসিয়াল ট্রেমর, এন্টিসাইকোটিক use |
চিকিৎসা |
ঔষধ, শল্যচিকিত্সা |
ঔষধ |
এল-ডোপা, ডোপামিন এগোনিস্ট
|
আরোগ্যসম্ভাবনা |
সম্ভাব্য আয়ুষ্কাল ~ ১৫ বছর |
সংঘটনের হার |
৬.২ মিলিয়ন (২০১৫) |
মৃতের সংখ্যা |
১১৭,৪০০ (২০১৫) |
পারকিনসন রোগ (ইংরেজি: Parkinson's disease) হল এক প্রকারের নিউরো-ডিজেনারাটিভ বা স্নায়বিক রোগ বা স্নায়ু-অধঃপতনজনিত রোগ। রোগটি বিভিন্ন নামে পরিচিত যেমন: পারকিনসোনিসম (Parkinsonism) বা প্যারালাইসিস এজিট্যান্স (Paralysis agitans) বা শেকিং পালসি (Shaking Pulsy)। এই রোগটি সবচেয়ে পরিচিত নিউরো-ডিজেনারাটিভ রোগের মধ্যে দ্বিতীয়।ধারণা করা হয় যে, মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে এই রোগ হয়।
এই রোগের প্রাথমিক বৈশিষ্ট্য হল স্নায়ুতে প্রিসাইনাপ্টিক প্রটিন-এর জমা হওয়া। তাছাড়া প্রাথমিক উপসর্গগুলি হল ব্রাডিকাইনেশিয়া (Bradykinesia) এবং একাইনেশিয়া (Akinesia), রিজিডিটি (Rigidity) এবং ট্রেমর (Tremor)।
শ্রেণীবিন্যাস
প্রাইমারী পারকিন্সোনিজম
- প্যারালাইসিস এজিট্যান্স বা পারকিনসন রোগ বা ইডিয়প্যাথিক পারকিন্সোনিজম।
সেকেন্ডারি পারকিন্সোনিজম
- পোষ্ট-এনকেফালাইটিক = পোষ্ট-এনকেফালাইটিক লিথার্জিকা।
- টক্সিন = এম পি টি পি, ম্যাঙ্গানিজ, কার্বন মনোঅক্সাইড।
- ড্রাগস বা ঔষধ = রেসারপিন,আলফা মিথাইলডোপা।
- টিউমার
- ট্রমা
রোগের কারণ
ডোপামিন হ্রাস
উপসর্গ ও লক্ষণ
* ১. দূর্বলতা।
* ২. মাথায় কিংবা হাতে মৃদু কম্পন অনুভব করা।
* ৩. বিষাদগ্রস্ত।
* ৪. ভাবলেশহীণ অভিব্যক্তি এবং চোখের পাতায় কম কম্পন।
* ৫. পেশির অনমনীয়।
* ৬. ধীরগতিতে চলাফেরা।
* ৭. ভারসাম্য রক্ষায় অপারদর্শীতা।
* ৮. বিশ্রামের সময় মাথায় কিংবা হাতে মৃদু কম্পন অনুভব করা।
* ৯. বিভ্রান্তি এবং স্মৃতীশক্তির বিলোপ।
রোগের কারণ
|
প্রাপ্তবয়স্ক ব্যক্তিত্ব ও আচরণ |
|
|
|
মেজাজ (অনুভূতি-সম্বন্ধীয়) |
|
|
|
|
শারীরবৃত্তীয় ও শারীরিক আচরণ |
|
|
|
|
বিভ্রান্তিকর |
|
মনোব্যাধি ও সিজোফ্রিনিয়া জাতীয় |
|
সিজোফ্রিনিয়া |
|
অন্যান্য |
|
|
|
|