কোষকঙ্কাল
কোষকঙ্কাল
Подписчиков: 0, рейтинг: 0
ইউক্যারিওট সাইটোস্কেলিটন। লালে অ্যাকটিন তন্তু, সবুজে মাইক্রোটিবিউল, নীলে কোষ নিউক্লিয়াস চিহ্নিত
কোষকঙ্কাল (ইংরেজি: cytoskeleton) কোষের ভেতরে সাইটপ্লাজমে অবস্থিত তন্তুসমূহের সমষ্টি, যা কোষের আকৃতি রক্ষা, বিভিন্ন অঙ্গাণুর সমন্বয় সাধন, চলন, ইত্যাদি কাজের দায়িত্ব পালন করে। কোষঝিল্লি অতিক্রম কিরে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষকঙ্কাল নজরে পড়বে। কোষকঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে।এগুলো অ্যাকটিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষকঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তন্তুগুলোতে প্রোটিন থাকে। যদিও নাম দেখে মনে হয় যে কোষকঙ্কাল একটি স্থায়ী গঠন, কিন্তু এটি আসলে পরিবর্তনশীল। এর বিভিন্ন অংশ ধ্বংস হয় আবার সৃষ্টি হয়। এর উদ্ভব প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট বিবর্তনের সময়।
সাইটোকঙ্কাল তিনপ্রকার:
- অ্যাকটিন সূক্ষ্মতন্তু (Actin microfilament): ৬-৯ ন্যানোমিটার ব্যাস
- অন্তর্বতী তন্তু (intermediate filament)
- সূক্ষ্মনালিকা (microtubule): ~২৫ ন্যানোমিটার ব্যাস
| সাইটোস্কেলিটন প্রকারভেদ |
ব্যাস (nm) |
গঠন | গঠনগত একক |
|---|---|---|---|
| মাইক্রোফিলামেন্ট | ৬ | দ্বিতন্ত্রী প্যাঁচানো সিঁড়ি-সদৃশ | অ্যাকটিন |
| অন্তর্বর্তী তন্তু | ১০ | দুটি বিপরীতমুখী প্যাঁচানো সিঁড়ি-সদৃশ ডাইমার, যা টেট্রামার গঠন করে |
|
| মাইক্রোটিবিউল | ২৩ | প্রোটোফিলামেন্ট, টিউবিউলিন অণু ও স্ট্যাথমিন | α- ও β-টিউবিউলিন |
উইকিমিডিয়া কমন্সে কোষকঙ্কাল সংক্রান্ত মিডিয়া রয়েছে।